এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান
- সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, মুজিব ডিগ্রি কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
- ১০ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : জীবন পাঠ’ থেকে আরও ৪টি এবং ‘দ্বিতীয় অধ্যায় : জীবকোষ ও টিস্যু’ থেকে ৮টিবহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রথম অধ্যায় : জীবন পাঠ
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
সুপার কিংডম : প্রোক্যারিওটা ও ইউক্যারিওটা
কিংডম : মনেরা, প্রোটকটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া।
১৩। উদ্দীপকে উল্লিখিত শ্রেণিবিন্যাসটির প্রবর্তক কে?
ক) মারগিউলিস
খ) লিনিয়াস
গ) থিয়োফ্রাস্টাস
ঘ) জর্জ বেনথাম
১৪। উক্ত শ্রেণিবিন্যাসটি প্রণয়নে যেসব তথ্য ব্যবহার করা হয়েছে-
i. কোষ ও কোষের গঠন
ii. উদ্ভিদের উচ্চতা
iii. জীববিজ্ঞানের আধুনিক তথ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৫। জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
ক) এন্টোমোলজি
খ) ইকোলজি
গ) এন্ডোক্রাইনোলজি
ঘ) মাইক্রোবায়োলজি
১৬। সৃষ্টি জগতের রহস্যময় বিষয় কোনটি?
ক) জীবদেহে হরমোন
খ) জীবকোষে প্রাণের স্পন্দন
গ) জীব পরিসংখ্যান
ঘ) শ্রেণিবিন্যাস ও রীতিনীতি
উত্তর : ১৩. ক, ১৪. ক, ১৫. ক, ১৬. খ।
দ্বিতীয় অধ্যায় : জীবকোষ ও টিস্যু
১. কোনটি আদি কোষে উপস্থিত?
(ক) নিউক্লিয়াস
(খ) প্লাস্টিড
(গ) রাইবোসোম
(ঘ) মাইটোকন্ড্রিয়া
২. মাইটোটিক ও এমাইটোটিক বিভাজনের মাধ্যমে কোনটির কোষ বিভাজিত হয়?
(ক) জনন কোষ
(খ) দেহ কোষ
(গ) আদি কোষ
(ঘ) প্রকৃত কোষ
৩. জীবের দৈহিক বৃদ্ধি ঘটে কিভাবে?
(ক) জীবদেহের ক্ষয় পূরণ হলে
(খ) কোষ বড় হওয়ার ফলে
(গ) কোষ বিভাজনের ফলে
(ঘ) ভ্রƒণের পরিস্ফুটন ঘটলে
৪. প্রাথমিক কোষপ্রাচীর কয় স্তরবিশিষ্ট?
(ক) এক স্তর (খ) দ্বিস্তর
(গ) তিন স্তর (ঘ) চার স্তর
৫. মাইক্রোভিলাস কোথায় থাকে?
(ক) কোষঝিল্লি
(খ) কোষপ্রাচীর
(গ) গলজিবস্তু
(ঘ) সাইটোপ্লাজম
৬. ক্রিস্টির গায়ে লাগানো বৃত্তযুক্ত গোলাকার বস্তুটিকে কী বলে?
(ক) অক্সিজোম
(খ) ম্যাট্রিক্স
(গ) ক্লোরোপ্লাস্ট
(ঘ) মাইটোকন্ড্রিয়া
৭. শক্তি উৎপাদনে নিচের কোন অঙ্গানুটি জড়িত?
(ক) সাইটোপ্লাজম
(খ) রাইবোসোম
(গ) মাইটোকন্ড্রিয়া
(ঘ) গলজিবস্তু
৮. ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সকে কী বলে?
(ক) পিউপিল (খ) সেন্ট্রোসোম
(গ) স্ট্রোমা (ঘ) স্ট্রাইপস
উত্তর : ১. গ, ২. খ ৩. গ, ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. গ, ৮. গ।